যশোর অফিস: যশোরের জনি নামে এক প্রতিবন্ধীর ব্যাটারি চালিত রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় ইমামুল হোসেন রানা (২১) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল আটটার দিকে যশোর শহরের ষষ্টিতলা পাড়ার পাখি পট্টি এলাকায়।
আটক রানা শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার জামাল উদ্দিনের ছেলে। এই ঘটনায় যশোর থানায় মামলা হয়েছে।
চাঁচড়া রায়পাড়া এলাকার রাশেদের ছেলে প্রতিবন্ধী জনি এজাহারে থানায় লিখিত অভিযোগে বলেছেন, তিনি সকালে পাখি পট্টি এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন। সে সময় রানাসহ আরও অজ্ঞাত এক ব্যক্তি তার রিকশার পাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে তারা জোর করে রিকশাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অজ্ঞাত ওই ব্যক্তি পালিয়ে যায়। এবং রানাকে আটক করে গণপিটুনি দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে রানাকে আটক করে। আর রিকশাটি জব্দ করে।
পরে তিনি কোতয়ালী থানায় গিয়ে মামলা করেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক মোফাজ্জল হোসেন নিয়েছেন, আটক রানা প্রাথমিকভাবে রিকশা কেড়ে নেয়ার চেষ্টার ঘটনাটি স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।