যশোর অফিস
যশোরে একটি মামলা তুলে নিতে এক আইনজীবীকে মারধর এবং মিথ্যা মামলা দিয়ে তুলে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মীর ফিরোজ হাসান শনিবার রাত আটটায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নম্বর–১৯৬৬।
জিডিতে তিনি উল্লেখ করেছেন,যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে শাহজালাল ওরফে সাগর, তার শ্বশুর নিকমল মোড়ল ও বন্ধু আক্তার হোসেনের বিরুদ্ধে সদর আমলী আদালতে তিনটি মামলা রয়েছে। এগুলো প্রত্যাহারের জন্য শনিবার সকালে আইনজীবী ফিরোজের মোবাইলে কল দেন সাগর। এ সময় তিনটি মামলা প্রত্যাহার করার জন্য তিনি চাপ ও হুমকি দেন। সাগর বলেন, মামলা প্রত্যাহার না করলে পুলিশের মাধ্যমে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানো হবে। পাশাপাশি আইনজীবী ফিরোজ ও তার পরিবারকে মারধরসহ যেকোনো ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। পরে তিনি বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন।
এ বিষয়ে শাহজালাল ওরফে সাগর অভিযোগ অস্বীকার করে বলেন, ফিরোজ তাদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য শুধু অনুরোধ জানানো হয়েছে। কোনো হুমকি দেওয়া হয়নি। বরং পাল্টা অভিযোগ করে তিনি বলেন, ফিরোজই তাকে হুমকি দিয়েছেন।