বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন

Share

যশোর অফিস
যশোর প্রেসক্লাবের সামনে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং অ্যাডভোকেট সানোয়ারুল হক দুলুর নেতৃত্বে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
মানববন্ধনে অংশ নেওয়া উপস্থিত জনতা জানান, বাউল আবুল সরকার গত ২০ নভেম্বর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হন। তবে তারা দাবি করেন, মানিকগঞ্জে একটি পালা গানের মঞ্চে রিতা নামের বিএনপি–সমর্থিত এক প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার ঘটনাকে ভিত্তিহীনভাবে ধর্ম অবমাননার সাথে যুক্ত করা হয়েছে। উপস্থিতদের ভাষ্য—“এটা কিভাবে ধর্ম অবমাননা হয়? আমরা তাঁর অন্য কোনো বক্তব্যও পাইনি। তাকে বিনা কারণেই গ্রেফতার করা হয়েছে।”
মানববন্ধনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম ও করিম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,বাউল আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের আন্দোলন চলবে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক মঞ্চে বিভিন্ন সময়ে কিছু ব্যক্তির বক্তব্যও ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে তবু সেসবকে ধর্ম অবমাননা ধরা হয় না। তাই বাউল আবুল সরকারের বিরুদ্ধে করা মামলা ‘নির্বিচার ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও তারা মন্তব্য করেন।
শেষে অংশগ্রহণকারীরা বাউল গান পরিবেশনের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Read more