যশোরে বিএনপি কর্মী মনিরুজ্জামান মানু রড ও হাতুড়ির আঘাতে গুরুতর আহত

Share

নিজস্ব প্রতিবেদক: যশোরে মনিরুজ্জামান মানু (৬০) নামের বিএনপির এক সক্রিয় কর্মীকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের শংকরপুর পশ্চিমপাড়ায় তার নিজ বাড়ির পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত মানু বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মনিরুজ্জামান মানু শংকরপুর পশ্চিমপাড়ার মৃত আশরাফ আলীর ছেলে এবং স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তিনি জানান, সোমবার রাতে বাড়ি ফেরার পথে সাবেক কমিশনার বিল্লালের বাড়ির সামনে পৌঁছালে মুখোশধারী ৫-৬ জন দুর্বৃত্ত রড, হাতুড়ি, লাঠি ও সোটা নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের আঘাতে তার হাত, পা ও মুখ গুরুতরভাবে জখম হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মানুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক নয় তবে জখম গভীর।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে কারা বা কেন এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

Read more