যশোর অফিস: দুনিয়ার মজদুর এক হও আমরা চাই জীবনের নিরাপত্তা, চাকুরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা” এই স্লোগানে মঙ্গলবার দুপুরে যশোর জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন তাদের দাবি দাওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
রেজিস্ট্রেশন নং খুলনা-২২০৮ এ নিবন্ধিত এই সংগঠনের নেতারা জানিয়েছেন, হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকরা প্রতিনিয়ত অমানবিক পরিশ্রম করেও ন্যায্য মজুরি, চাকরির স্থায়িত্ব এবং মৌলিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা সরকারের কাছে শ্রমিক অধিকার সংরক্ষণ, ছুটির নিশ্চয়তা, চিকিৎসা সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়নের দাবিও জানান।
সংগঠনের নেতারা বলেন,“শ্রমিক ছাড়া উৎপাদন সম্ভব নয়, তাই শ্রমিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
স্লোগান:
“দুনিয়ার মজদুর এক হও জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও অধিকার প্রতিষ্ঠা কর।”
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মহারাজ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।