বাংলাদেশ নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তারের অসাধারণ পারফরম্যান্স শুধু সমর্থকদেরই নয়, মুগ্ধ করেছে ভারতের তারকা ব্যাটার জেমাইমা রড্রিগেজকেও। মাঠের লড়াই শেষ হলেও মাঠের বাইরেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে দেখা গেল এক অনন্য সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার উদাহরণ।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে জেমাইমার উদ্দেশে এক আবেগঘন বার্তা পোস্ট করেন মারুফা। সেখানে তিনি লিখেন, ‘জেমি দিদি, তুমি আমাদের এমন এক দুর্দান্ত খেলার উপহার দিয়েছ! সত্যি বলতে, এটা প্রকাশ করার মতো ভাষা আমার নেই। তবে আমি সবসময় তোমার জন্য দোয়া করব। ফাইনাল ম্যাচের জন্য আমার শুভকামনা ও প্রার্থনা রইল।’
মারুফার এমন আন্তরিক বার্তায় অভিভূত হন জেমাইমা রড্রিগেজও। জবাবে তিনি লেখেন, ‘ধন্যবাদ মারুফা! তুমিও নিজে এক বিশাল অনুপ্রেরণা! তুমি যা করেছ, তা বাংলাদেশের অসংখ্য মেয়ে এবং সারা বিশ্বের মেয়েদের অনুপ্রাণিত করেছে।’
দুই দেশের ক্রিকেটারদের এই আন্তরিক বিনিময় ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার বাইরে এমন শ্রদ্ধা ও সৌহার্দ্যের প্রকাশকেই অনেকে বলছেন ‘ক্রিকেটের প্রকৃত সৌন্দর্য’।