গত বিপিএলে চিটাগং কিংসে নাম লিখিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু হত্যা মামলার আসামি হওয়ায় দেশে এসে টুর্নামেন্টে অংশ নিতে পারেননি তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িতে থাকা তার ছবি এবং ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতেও বাধা দেওয়া হয় দর্শকরা। তবে সাকিব ইস্যুতে হঠাৎ সুর নরম করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
সাকিবের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে কোনো বাধা নেই। এর আগে বিভিন্ন সময় নানা অযাচিত ঘটনা ঘটলেও, সেগুলোতে বোর্ডের কোনো সায় ছিলো না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।
নাজমুল আবেদীন ফাহিম বলেন, আমরা জানি তার অবস্থা কি…। তাকে অনেকেই পছন্দ করে খেলোয়াড় হিসেবে। সাকিবের খেলোয়াড় বিষয়টাই তাকে অনেক পরিচিত করেছে। ফলে যে কেউই তার ছবি নিয়ে আসতে পারে।
মূলত, চট্টগ্রামে উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিবের ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকেন অনেকেই। যা নিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সংঘর্ষে হয় গ্যালারিতে। এরপর একটু নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড।
তবে, সংঘর্ষের ঘটনা থানা-পুলিশ পর্যন্ত গড়ানোয় এবার হয়তো একটু বিব্রত বিসিবি। তাই ভবিষতে যাতে এ ধরণের কিছু না ঘটে, সে বিষোয়ে সিকিউরিটি বিভাগকে নির্দেশ দেওয়া হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন দুই পরিচালক ইফতেখার মিঠু এবং সাখাওয়াত হোসেন।
চট্টগ্রামের ঘটনায় স্টেডিয়াম থেকে ৬ জনকে আটক করেছিল পুলিশ। পরে, মুচলেকা নিয়ে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। বাকি তিনজনকে আদালতের আদেশে পাঠানো হয়েছে কারাগারে।
