যশোর অফিস
যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফারদিন আহমেদ তানভীর (২৫) নামে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারদিনকে একা পেয়ে বালিয়াডাঙ্গা এলাকার শওন মিলনসহ৩/৪ জন যুবক দাও চাকু দিয়ে আক্রমণ করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত ফারদিন রায়পাড়া এলাকার সজল হোসেনের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর মান্দারতলায় ভাড়া থাকেন।