যশোরে ডিবি পুলিশের হাতে উদ্ধার হওয়া অস্ত্রের মালিক শাকিল 

Share

যশোর অফিস 
যশোর ডিবি পুলিশের অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মালিক শাকিল বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেন,সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক শাকিল দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা আরো বলেছেন,ডিবির এসআই কামরুজ্জামান,গত ২৫ অক্টোবর দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর একটি পিস্তলটি উদ্ধার করেন, যার মালিক ছিলেন শাকিল। যা তার মা সহ স্থানীয়রা স্বীকার করেন। এছাড়া শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্র উদ্ধারের পর থেকেই
সে আত্মগোপনে চলে যায়। ডিবি পুলিশ শাকিলকে আটকের জন্য অভিযান শুরু করেন। সেই সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে সোমবার ভোরে খুলনা থেকে তাকে আটক করা হয়।

Read more