নিজস্ব প্রতিবেদক :
যশোর মুন্সী মেহেরউল্লাহ ফাউন্ডেশনের সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফাউন্ডেশনের ২০সদস্যর উপদেষ্টা এবং ২৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সোমবার(২০অক্টোবর) বিকালে ফাউন্ডেশনের উদ্যোগে শহরের সার্কিট হাউজ পাড়া প্রাচ্যসঙ্ঘ একাডেমীতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অপসরপ্রাপ্ত অধ্যাপক মশিউর আযমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিথ থেকে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক সুবর্ণভূমি পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং আমার দেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক সৈয়দ আহসান কবির বাবু, প্রাচ্যসঙ্ঘ ও একাডেমীর প্রতিষ্ঠাতা বেজিন খান, বিসমিল্লাহ অটোর স্বত্বাধিকারী কাসিদুজ্জামান সেলিম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মেহের মহব্বত আলী বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের বক্তারা বলেন,‘মুন্সী মোহাম্মদ মেহেরউল্লাহ ছিলেন কবি, ধর্মপ্রচারক, সমাজ-সংস্কারক। তিনি কুরআন,হাদিস ও ফারসি সাহিত্যেও বিশেষ জ্ঞান অর্জন করেন। খ্রিষ্টান পাদ্রিরা ইসলাম ও হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অপপ্রচার চালানোর চেষ্টা করলে মেহেরউল্লাহ বক্তৃতা ও লেখার মাধ্যমে তার প্রতিবাদ করেন। এ ব্যাপারে পাদ্রিদের সঙ্গে একাধিকবার প্রকাশ্য বিতর্কেও অবতীর্ণ হয়েছিলেন তিনি। একপর্যায়ে তিনি ধর্মপ্রচারে আত্মনিয়োগ করেন এবং অল্প কিছুদিনের মধ্যেই তিনি একজন ভালো বক্তা হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন। মেহেরউল্লাহ ইসলামের ঐতিহ্য সম্পর্কে বাংলা ও আসামের বিভিন্ন ধর্মীয় জনসভায় বক্তৃতা দিয়ে দরিদ্র, হতাশাগ্রস্থ মুসলমান সমাজকে জাগানোর চেষ্টা করেন। তার সেই অসম্পন্ন রেখে যাওয়া সমাজকে জাগানোর চেষ্টা করা হচ্ছে এ ফাউন্ডেশনের মাধ্যমে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এএসএম নজরুল ইসালম, হাফিজুর রহমান, নওজেস উদ্দিনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।##
যশোর মুন্সী মেহেরউল্লাহ ফাউন্ডেশনের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

Share
Read more