যশোর অফিস: যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি আব্দুস সাত্তারকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁচড়া ফাঁড়ির এসআই সবুজ গাজী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত্তারকে আটক ও তার ঘর থেকে ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সাত্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।