সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে: সারজিস আলম

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তারা যে পদে বা প্রতিষ্ঠানে থাকুক না কেন তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনার জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে ইন্টিগ্রিটি, মর্যাদা ও স্বতন্ত্রতা বজায় রাখা অত্যাবশ্যক। সাম্প্রতিক সময়ে কিছু অফিসারকে ব্যবহার করে হত্যাযজ্ঞ, গুম ও বিচারবহির্ভূত হত্যা ঘটেছে এর বিরুদ্ধে কাঠগড়ায় accountability বা দায়িত্ব গ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, “আয়না ঘরের অসংখ্য নির্মমতা আমরা দেখেছি। আমরা দেখেছি যে শুধুমাত্র একজন অফিসার ১০৩০ জনকে হত্যা করেছে- যেটি ট্রাইব্যুনাল থেকে এসেছে। এরা এক ধরনের সিরিয়াল কিলার। এ সব সিরিয়াল কিলাররা কে কোন পদে, কোন প্রতিষ্ঠানে আছে তা দেখার বিষয় না। এ সব সিরিয়াল কিলারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

সারজিস আলম আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে এসব সিরিয়াল কিলারের দায়ভার গ্রহণ করবে না এবং যারা সংশ্লিষ্ট তাদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় হস্তান্তর ও বিচারে সহায়তা করবে। তিনি যোগ করেন, সেনাবাহিনীকে সব ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত রাখতে হবে এবং যারা সরাসরি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পদমোচন কিংবা অবস্থান নির্বিশেষে সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ এবং কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান।

Read more