যশোর হাসপাতাল থেকে মোবাইল চুরির ঘটনায় এক নারী আটক

Share

যশোর অফিস 
যশোর জেনারেল হাসপাতাল থেকে এক নারীর কাছ থেকে মোবাইল ফোনসেট চুরি করার সময় সেলিনা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সেলিনা খুলনার নতুন বাজার চর মসজিদ গলির মোকাম গাজীর স্ত্রী।
কোতয়ালি থানার এসআই মিনারা আলম জানিয়েছেন, গত বুধবার সকালে এক নারী তার দুই ছেলে মেয়েকে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে যান ডাক্তার দেখানোর জন্য। সকাল পৌনে ১১টার দিকে বর্হিবিভাগের ১৫ নম্বর রুমের সামনে সেলিনা গিয়ে হট্টোগোল মতো করতে থাকে। এরপর তার ভ্যানেটি বাগের হাত ঢুকিয়ে দুটি মোবাইল ফোনসেট উঠিয়ে নেয়ার চেষ্টা করে। সে সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে। এবং ফোনসেট দুইটি জব্দ করে। পরে পুলিশে সংবাদ দিলে তিনি গিয়ে সেলিনাকে আটক করেন। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Read more