যশোর অফিস: যশোরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার তার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম রুবেল হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বদরুদ্দোজার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রুবেলের বড় ভাই মুন্না (৪৫) তাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।