যশোর চৌগাছায় ধারালো অস্ত্রের কোপে চারজন আহত

Share

যশোর অফিস
যশোরের চৌগাছায় পুকুরের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে ধারালো অস্ত্রের কোপে চারজন আহত হয়েছেন। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার স্বরূপদহ ইউনিয়নের নওদাপাড়া গ্রামে। আহতরা হলেন মাকাপুর গ্রামের মহিদুল ইসলাম (৫৫), তার ছেলে আব্দুল আহাদ (৩০), নওদাপাড়া গ্রামের আতিয়ার রহমান (৫০) ও ইউনুস আলী (৪৩)।
স্থানীয়রা জানান, মহিদুল ইসলামের লিজ নেয়া পুকুরের পানি ধানের ক্ষেতে পড়াকে কেন্দ্র করে প্রথমে আতিয়ার রহমানকে মারধর করেন প্রতিপক্ষ বিল্লাল ও তার চাচা রফিকুল। পরে হাসপাতালে থেকে ফেরার পথে রাতে মহিদুল ইসলাম, তার ছেলে ও ইউনুস আলীর ওপর দলবদ্ধভাবে হামলা চালায় বিল্লাল, নাসির, জসিম, সুমন, ফারুক, জাহিদুলসহ ১৫-১৬ জন। তারা চাইনিজ কুড়াল ও দা দিয়ে এলোপাতাড়ি কোপায়।
আহতদের দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছেন। মহিদুল ইসলাম বিএনপির কর্মী হওয়ায় অতীতে নাশকতা মামলার আসামিও ছিলেন। বর্তমানে বিরোধের আড়ালে প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছেন তারা।
পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে।

Read more