বগুড়ায় ফুটপাতে ৮৩ রাউন্ড গুলি উদ্ধার

Share

বগুড়া প্রতিনিধি : 

বগুড়া জেলা শহরের ফুটপাতে গড়ে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা (ডিবি) পুলিশ, গতরাএে স্টেশন সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে এগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

জানা গেছে, লাল রঙের একটি প্যাকেট থেকে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শর্টগানের তিন রাউন্ড গুলি পাওয়া যায়।

লং ব্যারেলের এই সকল অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া এবং তুরস্কের তৈরি অধুনিক বন্দুকের গুলির একটি ।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

—  ঢাকা টাওয়ার (২৪) নিউজ

 

Read more