যশোরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

Share

যশোর অফিস: যশোরের বাঘারপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (০৭ সেপ্টেম্বর ২০২৫) ছাইবাড়িয়া ও দয়ারামপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ দুই আসামিকে আটক করা হয়। আটকরা হলেন—বাঘারপাড়ার ছাইবাড়িয়ার মৃত লুৎফর মোল্যার ছেলে মো. আবু হাসান টনি (৩০) এবং মাগুরার শালিখা উপজেলার পুকুরিয়ার মৃত মোকলেছুর রহমানের ছেলে মো. সালাউদ্দিন মধু (৪০)।

অভিযানে অংশ নেন উপপরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন ও উপপরিদর্শক মদন মোহন সাহা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের আদালতে তাদের সাজা প্রদান করা হয়।

আদালত আসামি আবু হাসান টনিকে ৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং সালাউদ্দিন মধুকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Read more