যশোর অফিস
যশোরে বিল্ডিং প্লানার্স অ্যাসোসিয়েশনের ১৭ সদস্যর কমিটি গঠন করা হয়েছে। প্রকৌশলী জুয়েল সভাপতি ও সাইফুল
সাধারণ সম্পাদক নির্বাচিত। শনিবার রাতে যশোর আইডিইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: আশিফ উল্লাহ চৌধুরী জুয়েল ও সাধারণ সম্পাদক হয়েছেন মো: সাইফুল ইসলাম।
এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আরিফ হাসান মামুন, আরমান শাফি হিমেল, যুগ্ম সম্পাদক হয়েছেন শেখ মুজাহিদুল ইসলাম নোমান, সাংগঠনকি সম্পাদক সাজিদ আহমেদ সান, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আশরাফ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাকির হোসেন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম মাহিম এবং সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: শফিকুর রহমান,
এছাড়া নির্বাহী সদস্য হয়েছেন কবির হাচান, কামাল হোসেন, মো: কামরুজ্জামান, মো: ইকরামুল বাহার ও মো: আলী হোসেন।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি’র সভাপতি আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিল্ডিং প্লানার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দ।