যশোরের বেনাপোল সীমান্তে গলায় ফঁাস দেয়া যুবকের পরিচয় মিলেছে

Share

যশোর অফিস: বেনাপোল সীমান্তের পুটখালীর চরের মাঠ থেকে একটি আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় গলায় ফঁাস দেয়া সেই যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম সমরেশ ওঝা (২৮)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কানাইলাল ওঝা। বেনাপোল পোর্টথানা পুলিশ ও পিবিআই যশোর অজ্ঞাতনামা যুবকের পরিচয় শনাক্ত করেছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে পুটখালী সীমান্তের শূন্যরেখা সংলগ্ন মাঠে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু সে সময় এই মরদেহের কোন পরিচয় পাওয়া যায়না। কেন কি কারনে এই যুবক এখানে এসেছে আত্মহত্যা না পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে। সীমান্তের এ দুর্গম এলাকায় ফঁাসিতে ঝুলে আত্নহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন।

পুটখালী গ্রামের বাসিন্দারা জানান, পুটখালী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের রুট হিসাবে ব্যবহার করা হয়। আর এই পথ দিয়ে ভারত থেকে ফেনসিডিল, মদ,অস্ত্র,মোবাইল, ঔষধ চোরাচালান হয়। চোরাচালান পণ্যকে কেন্দ্র করে ওই যুবককে হত্যার পর হয়তো লাশ পরিকল্পিত ভাবে গাছে  ঝুলিয়ে রেখে গেছে। এর আগেও বিভিন্ন সময় স্বর্ণ চোরাচালান কেন্দ্র করে সীমান্ত থেকে গাছে ঝোলানো বা নদীতে পড়ে থাকা বাংলাদেশিদের লাশ উদ্ধার হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, মৃতদেহটি একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে নিহতের পরিবার ভারতে বসবাস করে। তবে দুঃখজনকভাবে দেশে থাকা তার কোনো স্বজন মরদেহ গ্রহণে আগ্রহ দেখাচ্ছেন না। লাশ ময়নাতদন্ত শেষে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

গোপন তথ্য মতে জানা যায়, পুটখালী সীমান্তবর্তী চরের মাঠে স্থানীয় (এলাকার) কৃষক ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারেন না। একজন বহিরাগত অচেনা যুবক কীভাবে সীমান্তের কাছাকাছি গিয়েছিল, তা খতিয়ে দেখা জরুরি। মৃততের সাথে ভয়ংকর কিছু ঘটেছে বলে সন্দেহ করছেন অনেকে। এদিকে সীমান্ত এলাকায় অবৈধ পারাপার ও মানবপাচার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত বছর ৫ আগস্টের পর থেকে সীমান্ত পার হওয়া কঠিন হলেও, কিছু দালাল চক্র মোটা টাকার বিনিময়ে মানুষ পাচারে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

২১ বিজিবি সূত্রে জানা যায়, সর্বশেষ গত ২৫ আগস্ট বেনাপোলের কায়বা সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশিকে আটক করা হয়।

Read more