যশোরের মনিরামপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

Share

যশোর প্রতিনিধি:
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৩০) নামে একজন আওয়ামী লীগ নেতা নিহত  হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টা  দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহতের আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম রাত সুয়া ৯ টার দিকে রাজগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তিনি মারা যান।
জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)  মো. আবুল বাশার বলেন, আশরাফুল নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে শুনেছি।
মনিরামপুর পুলিশ সার্কেল সহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেছে। কি কারনে কেন কারা তাকে হত্যা করেছে জানা যায়নি।
পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এবং ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিধানে আছে।

Read more