যশোরে র‌্যব-৬ এর অভিযানে ৮৫ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ১

Share

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ হয়েছে। বুধবার (২৮ আগস্ট) রাতে বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামে অভিযান চালিয়ে ৮৫ কেজি গাঁজা উদ্ধার এবং একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি চৌকস দল মানকিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কৌশলে লুকিয়ে রাখা কসটেপ মোড়ানো বস্তা থেকে ৮৫ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাব-৬ এর একজন কর্মকর্তা জানান, উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য কোটি টাকার সমান। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় র‌্যাব সর্বদা তৎপর। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে র‌্যাবের সাম্প্রতিক এসব অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

Read more