বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বন্দরের পাশে একটি ডোবার মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় তারা পানিতে ভাসমান একটি লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
পুলিশ প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। তবে স্থানীয়দের দাবি, দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হোক।