বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি

Share

যশোর অফিস 
ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে দেশটির পুলিশ কর্তৃক আটক হওয়া ১৭ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরবর্তীতে থানার আইনি কার্যক্রম সম্পন্ন হলে ওই নাগরিকদের যশোরস্থ বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর জিম্মায় দেওয়া হবে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন গাজীপুর জেলার
দীপা মনি (১৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার
. মুইন খান (১৩), হবিগঞ্জ জেলার নুরু আলম (১৫). গোপালগঞ্জ জেলার হৃদয় মণ্ডল (১৫), কুষ্টিয়া জেলার ইমরান শেখ (১৭), লক্ষ্মীপুর জেলার মেহেদী হাসান (১৭), খুলনার নাহিত মোল্লা (১৯), নড়াইলের ফয়সাল শেখ (১৩), বাগেরহাটের
 রানা (১৭), লালমনিরহাটের মালিকা রাণী (১৭), কিশোরগঞ্জের শামীমা আক্তার (১৪),রাঙ্গামাটির সারা জান্নাত (১৮),লক্ষ্মীপুরের ইমু খাতুন (১৪). পাবনার মিথিলা রহমান (১৭),বাগেরহাটের
 সাইম জমাদ্দার (১০), নওগাঁর কমল সরদার (২১), ও পাবনার নুরজাহান খাতুন (১৭)।
ফেরত আসা এসব নারী-পুরুষরা জানান,দালালের প্রলোভনে পড়ে বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন তারা। সেখানে বিভিন্ন স্থানে অবস্থানকালে ভারতীয় পুলিশ তাদের আটক করে। দীর্ঘদিন,সেভ হোম’এ থাকার পর অবশেষে বাংলাদেশে ফেরার সুযোগ পেলেন তারা।

Read more