ঢাকা অফিস :
আগামী ৩ মাসের জন্য দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট (ফজলুর রহমান) কে সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি, একই সঙ্গে তাকে টকশো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এই বিষয়ে সর্তক থাকার পরামর্শ দেয় (বিএনপি)।
(বিএনপি) এরই সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট (রুহুল কবির রিজভী) দেশের শীর্ষ সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আলোচনার শীর্ষে থাকা ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, গত ২৪ই আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৭/২০২৫) স্মারকে আপনার ফজলুর রহমান নামে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়, আপনি কারণ দর্শানো নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ২৫ আগস্ট ২০২৫ (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৪৮/২০২৫) স্মারকে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় ২৪ ঘণ্টার সময় বর্ধিত করা হয়।
আপনি আজ ২৬ই আগস্টে কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়।
স্পষ্ট বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।
স্পষ্ট ভাষায় বলেন, এখনই থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যাতে ক্ষুণ্ন না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সেই সকল বিষয়ে সর্বদা সতর্ক থাকার আহবান জানাই।
√ ঢাকা টাওয়ার [২৪] — অনলাইন ডেস্ক