যশোর অফিস
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে”এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫” A+প্রাপ্ত ৩শতাধিক কৃতি শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক প্রভাষক মনিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম এর সভাপতি ইসমাইল হোসেন, ডা. নুর কুতুবুল আলম ,অধ্যাপক শামসুজ্জামান, ইঞ্জি. জহুরুল হক প্রমুখ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির যশোর শহর শাখার সভাপতি আহমদ ইবরাহীম।
অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের ক্রেস্ট, গিফটব্যাগ ও ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয় এবং অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার জন্য আমন্ত্রিত ছিলেন যশোরের ঐতিহ্যবাহী তরঙ্গ শিল্পীগোষ্ঠী।