যশোর অফিস
বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। যশোর-৬ আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তারা এ স্মারকলিপি প্রদান করেন। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামীকাল ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। এরই প্রেক্ষিতে কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। এসময় নেতৃবৃন্দ বলেন,, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
এদিকে একই দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী। জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে জামায়াত নেতাদের একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন।