যশোরে ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্য গ্রেফতার

Share

যশোর অফিস 
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি যাওয়া একটি ট্রাক, চেতনা নাশক ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ট্রাকে বালি নিয়ে যশোরের উদ্দেশ্যে আসার পথে গত ২১ আগস্ট রাতে ট্রাক ড্রাইভারকে খাবারের সঙ্গে চেতনা নাশক প্রয়োগ করে অচেতন করে ফেলে চক্রের সদস্যরা। পরে চালককে বাঘারপাড়া উপজেলার রাস্তার পাশে ফেলে রেখে ট্রাকসহ পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে ডিবি যশোর তদন্ত শুরু করে।
আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শনিবার রাতে বাঘারপাড়ার খাজুরা এলাকা থেকে পার্থ কুমার দা (৪৪) নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার ভোরে মনিরামপুর উপজেলার জামালপুর গ্রাম থেকে আব্দুস সালাম ওরফে শামীম (৪২) এবং মোহনপুর এলাকা থেকে মো. আলম (৪০) গ্রেফতার হয়।
তাদের কাছ থেকে একটি ছয় চাকার টাটা কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-০৭৮৮), ৫০ পিস চেতনা নাশক ট্যাবলেট ও বালু বিক্রির নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিবি যশোরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, গ্রেফতার আসামিরা দীর্ঘদিন ধরে কৌশলে মানুষকে অচেতন করে পরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক চুরি, মানবপাচার ও নারী নির্যাতনের মামলার তথ্যও পাওয়া গেছে।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Read more