প্রতারণা করে হাসপাতালে ঢুকে ফিজিওথেরাপির কার্যক্রম চালানোর অভিযোগ

Share

যশোর প্রতিনিধি 
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের
ভর্তি রোগীদের সরকারি টিকিট (দুই টা) ফটোকপি করে প্রমাণ স্বরূপ হাতে নিয়ে ঘুরছে সেবা ফিজিওথেরাপির মালিক তানজিলা। রোববার দুপুর আড়াইটার দিকে মহিলা মেডিসিন ওয়ার্ডের ৯ নাম্বার ওয়ার্ডে তাকে ঘুরতে দেখা যায় ও তার নারী কর্মী দিয়ে ফিজিওথেরাপির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তানজিলা জানায়, হাসপাতালের দুই আর এম ও সাহেবদের উদ্ধৃতি দিয়ে বলেন আর ওম ও সাহেবরা তাকে বলেছে তানজিলা ডাক্তার লিখলে তুমি ফিজিওথেরাপি করাতে পারবে। অন্যথায় করাবে না এবং টিকিটের ফটোকপি করে তোমার হাতে রাখবে সাংবাদিক অথবা পুলিশ জানতে চাইলে টিকিট বাহির করে দেখাবে। তাই কথিত সেবা ফিজিওথেরাপির মালিক তানজিলা হাসপাতালে ভর্তি রুগীর টিকিট ফটোকপি করে নিজের কাছে রেখেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের নিষেধ থাকা সত্ত্বেও সেবা থেরাপির মালিক তানজিলা এই প্রতারণার আশ্রয় নিয়ে গোপনে ফিজিওথেরাপির কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে হাসপাতালের রোগী ও রোগীর স্বজনরা।
তানজিলা জানাই ডাক্তার সাহেবরা রোগীর ফিজিওথেরাপি লিখেছে তাই রোগীর স্বজনেরা টিকিট ফটোকপি করে আমার কাছে দিয়েছে।
হাসপাতালের আরএমও ডাঃ বজলুর রশিদ টুলু জানাই আমি কাউকে হাসপাতালে ফিজিওথেরাপি করার অনুমতি দেয়নি। হাসপাতালে ঢুকিয়ে ফিজিওথেরাপি করার কোন অনুমতি নেই। হাসপাতালে ভর্তি রোগীদের টিকিট ফটোকপি করে বাহিরের লোকের কাছে রাখা আইনত অপরাধ। প্রয়োজনে আমরা সরকারিভাবে হাসপাতালে ভর্তি রোগীদের টিকিট অফিসিয়াল প্রয়োজনে ফটোকপি করা লাগলে আমরা সেটা করে থাকি বাইরে কোথাও যায় না আমাদের অফিসিয়ালি রাখা হয়।
এ ব্যাপারে জানতে হাসপাতালের আরএমও ডাক্তার ফোয়ারা ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হোসাইন সাফায়েত বলেন হাসপাতালে ঢুকে ফিজিওথেরাপি করা নিষেধ আছে, এর আগে একটা ঘটনা নিয়ে টোটালি ফিজিওথেরাপি বন্ধ ছিল। হাসপাতালে কর্তব্যরত পুলিশকে বলা আছে তারা এর ভিতর অভিযান পরিচালনা করে তাদেরকে ফিজিওথেরাপি যাতে না করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও চুরি করে তারা ফিজিওথেরাপি কার্যক্রম চালাচ্ছে এমন খবর আমি পেয়েছি ইতিমধ্যে আবার ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালে ভর্তির রোগীর টিকিট ফটোকপি করে বাহিরের লোকের কাছে রাখা আইনত অপরাধ। এ বিষয়ে আমি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

Read more