যশোর অফিস
যশোরে বিএনপি অফিস ভাংচুর, লুট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার মামলায় সন্দেহ ভাজন যুবক নাইমুর রহমান জিতুকে (২৪) আটক করেছে পুলিশ। জিতু শহরের বারান্দীপাড়া সরদার পাড়ার জাকির হোসেন রাজুর ছেলে।
কোতয়ালি থানার এসআই মেহেদী হাসান জানিয়েছেন, গত শুক্রবার শহরের লালদিঘির পাড় থেকে জিতুকে আটক করা হয়। সে ছাত্রলীগের সক্রীয় কমর্ী। গত বছরের ৪ আগস্ট আওয়ামী লীগের মিছিল থেকে কতিপয় সন্ত্রাসী লালদিঘির পাড়ের বিএনপি অফিসে হামলা, ভাংচুর, লুট ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়। এই মামলার সন্দেহ ভাজন আসামি জিতু। তাকে শরিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।