প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ’র ইন্তেকাল

Share

যশোর অফিস : প্রেসক্লাব যশোরের সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ আর নেই। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে যশোর জেনারেল হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর মরদেহ খালধার রোডের নিজ বাড়িতে নেয়া হয়েছে।

জেইউজে’র শোক

দৈনিক সংবাদ-এর বিশেষ প্রতিনিধি ও যশোরের জ্যেষ্ঠ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে)। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ এক বিবৃতিতে বলেন, “রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে যশোরের সাংবাদিক সমাজ একজন গুণী সাংবাদিককে হারালো। তাঁর এই শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।” তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিপ্লবী কমিউনিস্ট লীগের শোক

বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান সংবাদিক, পরিবেশ ও ইতিহাস-ঐতিহ্য রক্ষার আন্দোলনের অন্যতম সংগঠক রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ। এক বিবৃতিতে তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা নেতৃবৃন্দের শোক

অন্যদিকে বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান এবং কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু এক যৌথ বিবৃতিতে রুকুনউদ্দৌলাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Read more