যশোর শার্শায় খাইরুল নামে যুবকের ভাসমান লাশ উদ্ধার

Share

যশোর অফিস: যশোরের শার্শা উপজেলার মালশাকুড় বিলে ভৌতার খালপাড় থেকে খাইরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে স্থানীয়রা পানিতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

শার্শা থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের শরীরে বড় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নাক-মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২১ আগস্ট রাত থেকে ২২ আগস্ট দুপুরের মধ্যে তার মৃত্যু হয়েছে।

পরে নিহতের পরিচয় শনাক্ত হয় তিনি বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে খাইরুল ইসলাম। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে,আইনগত প্রক্রিয়া চলছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Read more