যশোর অফিস: যশোরের মনিরামপুর উপজেলার বিজয়রামপুর খইতলা এলাকায় প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইফা (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১ টার দিকেএ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,যশোর থেকে কেশবপুরগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই ইফার মৃত্যু হয়।
আহতরা হলেন ইফার বাবা মোঃ ফরহাদ হোসেন (৪০) ও মা স্বপ্নীল ইসলাম (৩৫)। তারা নড়াইল সদর উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মহিষখোলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন।