যশোর অফিস:জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ‘‘আমরা নির্বাচন চাই, তবে তার আগে রাষ্ট্র সংস্কারের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।’’ তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা রাজপথে আছেন, তাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, ভিন্নমত থাকতে পারে; কিন্তু আওয়ামী লীগের পতনের প্রশ্নে সবার ঐক্যবদ্ধ থাকা জরুরি।
শুক্রবার বিকেলে যশোরের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভিপি নূর।
তিনি অভিযোগ করে বলেন, ‘‘আওয়ামী লীগ হত্যাকাণ্ড, গুম, খুন, অর্থ লুটপাট আর ধর্ষণের সেঞ্চুরি করেছে। তাই এ দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে জুলাইয়ের গণ-আন্দোলনের মতো আবারও জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে এ দেশের মানুষ আর মেনে নেবে না।’’
ভিপি নূর আরও দাবি করেন, ‘‘গণআন্দোলনের মুখে শেখ হাসিনা এক কাপড়ে দিল্লিতে পালিয়ে গেছেন। এখন সেখান থেকে তিনি রাজনীতির ছবক দিচ্ছেন। সাহস থাকলে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হন। গত ১৭ বছরে সংঘটিত হত্যা, গুম আর লুটপাটের দায় স্বীকার করে জনগণের সামনে আসুন। তখনই বোঝা যাবে, জনগণ আপনার কী পরিণতি ঘটায়।’’
সভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বিএম আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া তারেক হাসান, কবিতা খানম, জি এম রাজু, জাকির হোসেন, বাবু খান, রাইসুল ইসলাম, শাকিল আহমেদ সাগর ও জুলফিকার আলীসহ নেতারা বক্তব্য দেন।