যশোরে সন্ধ্যায় প্রকাশ্যে যুবককে অপহরণের চেষ্টা

Share

যশোর অফিস 
যশোরে সন্ধ্যায় প্রকাশ্যে এক যুবককে মারধর করে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা বাধা দিয়ে অপহরণের শিকার যুবকসহ ৪-৫ জনকে ধরে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর,শহরের ঘোপ সেন্টার রোডের রাজুর বাড়ি মোড়ে। এ সময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি প্রাইভেটকার ও চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে আগে থেকেই ওঁৎ পেতে ছিল একদল যুবক। একপর্যায়ে মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রাজু হোসেনকে পেয়ে তার ওপর হামলা চালায়। তারা রাজুকে বেধড়ক মারধর করে আহত করে এবং শেষমেশ প্রাইভেটকারে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে।
স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবকদের ধাওয়া দিয়ে রাজুকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী চক্রের তিনজনকে আটকে রাখা হয়। তাদের মধ্যে একজন ঝিকরগাছার লাউজানী গ্রামের আমিরুল ইসলাম, অপরজন শহিদুল ইসলাম।
শহিদুল ইসলাম দাবি করেন,রাজু মূলত আদম ব্যবসায়ী। তার কাছে ৯ লাখ টাকা পাওনা রয়েছে এই টাকাই আদায় করতে তারা এসেছিলেন। তবে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।
এ অভিযোগ অস্বীকার করেন রাজু।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, মূলত আমিরুল ইসলাম ষষ্ঠিতলা এলাকার একটি সন্ত্রাসী গ্রুপ ভাড়া করে রাজুকে ধরতে নিয়ে আসেন। তবে স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা প্রাইভেটকার ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে।

Read more