যশোর অফিস
যশোরের ঝিকরগাছায় এক নারীকে গণধর্ষণের মামলায় ছাত্রদল নেতাসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আবু সাঈদ। অভিযুক্তরা হলেন, ঝিকরগাছার পটুয়াপাড়ার শরিফুল ইসলামের ছেলে গদখালী ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পী, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের বহিস্কৃত দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমন।
মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ দুপুরে ওই নারী বেনাপোল আত্মীয়য়ের বাড়ি থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গদখালি বাজারে নামেন তিনি। ২ দিকে আসামি ইয়াসিন আরাফাতের ফুলের দোকানে গিয়ে কথাবার্তার এক পর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে আসামি জবেদ হোসেনের মোটরসাইকেলে তুয়ে দেয়। এরপর অপর তিন আসামি একটি মোটরসাইকেলে তাদের পিছুপিছু যায়। আসামি জবেদ তার গ্রামের লিচু বাগানে নিয়ে যায়। পরদিন বিকেলে আসামিরা তাকে গণধর্ষণ করে। ওই নারী অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তার শিশু বাচ্চাসহ ফেলে রেখে চলে যায়। কিছুটা সুস্থ হয়ে ওই নারী গদখালি বাজারে এসে ৯৯৯ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে গেলে ওই চারজনকে আসামি করে ঝিকরগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামি দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্ঝশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত চারজনকে আটক দেখানো হয়েছে।