যশোর অফিস
যশোর কোতয়ালি থানা পুলিশ বেশ কিছু পরিমান ধারালো অস্ত্র ও মাদক দ্রব্যসহ সোহরাব হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। সোহরাব সদর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান খান জানিয়েছেন, গত বুধবার রাতে গোপন সূত্রে সংবাদ আসে সোহরাবের ঘরের মধ্যে কিছু ব্যক্তি মাদক দ্রব্য বিক্রি ও সেবন করছে। সংবাদ পেয়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহরাবের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি চালিয়ে একশ গ্রাম গঁাজা, একটি বার্মিজ চাকু, একটি কুড়াল, একটি দা, একটি হকিস্টিক ও একটি ভাঙ্গা কাইচি উদ্ধার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় দ্রুত বিচার আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুইটি মামলা হয়েছে।