যশোর অফিস
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া কলোনীপাড়া, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা ও কিসমত নোয়াপাড়া থেকে তাদের গ্রেফতার করে অভিযানকারী দল।
অভিযানে ৪০০ গ্রাম গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন বসুন্দিয়া কলোনীপাড়ার আবু রায়হান (২০),বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সুজন তালুকদার (৩১) এবং খুলনার পশ্চিম টুটপাড়া মাওলাবাড়ী খালপাড়ার মো. ইমন শেখ (২০)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।