যশোরে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার, স্বর্ণালঙ্কার উদ্ধার

Share

যশোর অফিস
যশোরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার বহুগুণে বৃদ্ধি করে দেওয়ার নামে প্রতারণায় জড়িত সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
মামলার সূত্রে জানা যায়, যশোর কোতয়ালী থানার রুপদিয়া এলাকায় এক নারীর কাছ থেকে প্রতারক চক্র ধর্ম-বোন পরিচয়ে আস্থা অর্জন করে। পরে জাদুবিদ্যার মাধ্যমে টাকা ও স্বর্ণ বহুগুণে বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে বিভিন্ন সাইজের ১৯টি স্বর্ণের আংটি, ৬ জোড়া কানের দুল, কয়েকটি চেইন ও টিকলি—মোট ৩ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে। এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।
ঘটনার পর ভুক্তভোগী গোলাপী রানি দত্ত যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের করলে বিষয়টি তদন্তে নেয় ডিবি পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোতয়ালী থানার নরেন্দ্রপুর (শাখারীগাতি) গ্রাম থেকে আসাদুল শেখ ওরফে রাজু (৪০) নামে এক আসামিকে গ্রেফতার করে ডিবি। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে রুপদিয়া বাজার থেকে খাইরুল ইসলাম (৪৫) নামের অপর সদস্যকেও আটক করা হয়।
ডিবি যশোরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণা করে আসছে বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের ওজন ২ ভরি ১৩ আনা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪৬ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (২১ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more