যশোর অভয়নগরে ভ্যানচালক লিমন হত্যা রহস্য উদঘাটন আটক ৪

Share

যশোর অফিস 
যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন শেখ (২৬) হত্যার মূল রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় পরিকল্পনাকারী ও মূল আসামি বিল্লাল হোসেনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাত ৯টার দিকে ভ্যান চালাতে বাড়ি থেকে বের হন লিমন। পরদিন সকালে যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে পরিত্যক্ত জমিতে গলায় কাপড় বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম শেখ অভয়নগর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
যশোরের পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে এসআই বায়েজীদ মোল্লার নেতৃত্বে বিশেষ টিম সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত সহায়তায় তদন্ত শুরু করে। গত ২০আগস্ট নওয়াপাড়া শিল্প শহরের নুরবাগ এলাকা থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে লিমনকে নির্জন স্থানে নিয়ে গলা টিপে হত্যা করে। পরে লাশ গাছে বেঁধে রেখে ভ্যানটি নিয়ে যায়।
তার তথ্য অনুযায়ী তার বাড়ি থেকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এছাড়া ভ্যানের চারটি ব্যাটারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লিটন, আসানুর ও সঞ্জয় নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের বিল্লাল হোসেন, বাসুয়ারি গ্রামের লিটন(৩৭),আশানুর(৩৫)ও খুলনার ফুলতলার পয়গ্রামের গ্রামের সঞ্জয় ( ৩৪)।
পুলিশ জানায়,চোরাই ব্যাটারি ক্রয়-বিক্রয়ে জড়িত থাকায় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত লিমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বিল্লাল পথিমধ্যে ফেলে দিয়েছে বলে স্বীকার করেছে।

Read more