যশোর প্রতনিধি
যশোর সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় তিন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে রাকিব হোসেন তুরফান এ অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হল সদরের বড় বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আফছার আলী দফাদারের তিন ছেলে খায়রুল ইসলাম, সাইফুল ইসলাম,আনোয়ার হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মৃত আফছার আছার আলী দফাদের ছেলেদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে রাকিব হোসেনের। এ জের ধরে সোমবার সন্ধ্যায় খায়রুল, সাইফুল ও আনোয়ার বাড়িতে চাওয় হয়। এরপর তারা উঠানে রাখা রাকিবের পালসার মোটরসাইকেলটি ঠেলে পাশের মেহগনি বাগানে নিয়ে পেট্টোল দিয়ে জ্বালিয়ে দেয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ওই তিন ভাইয়ের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই তানিম হাসানের উপর। গতকাল সন্ধা পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করিনি পুলিশ। ফলে তারা ফের হুমকি দিচ্ছে ক্ষতিগ্রস্থ রাকিব হাসনকে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই তানিম হাসান জানিয়েছেন, অভিযোগের কপি রাতে হাতে পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।