যশোর অফিস
যশোর শহরের নাজির শংকরপুর মাঠপাড়ার একটি বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় আওয়াল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আওয়াল ওই এলাকার মৃত সোবহানের ছেলে। তার কাছ থেকে চুরি হওয়া একটি আংটি উদ্ধার করা হয়েছে।
ওই এলাকার আব্দুর রউফ জানিয়েছেন, তার ঢাকা রোড তালতলা মেসার্স মুনির উদ্দিন পেট্রোল পাম্পের সামনে মুদির দোকান আছে। গত ১১ আগস্ট সকালে তিনি বাড়ি থেকে দোকানে আসেন। বাড়িতে তার মেয়ে ছিলো একা। দুপুরে বাড়িতে গিয়ে দেখেন ঘরের সব মালামাল ছাড়ানো ছিটানো রয়েছে। সব কিছু এলোমেলো। ঘরের মধ্যে রাখা দেঢ় লাখ টাকা বিভিন্ন প্রকার সোনার গহনা নেই। কে বা কারা সে গুলো চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।
কোতায়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত সোমবার সকালে মনিহার প্রেক্ষাগৃহ এলাকার হোটেল নাইচের সামনে থেকে সন্দেহজনক আবস্থায় আব্দুল আওয়ালকে আটক করাহয়। পরেতার কাছ থেকে চুরি হওয়া একটি আংটি উদ্ধার করা হয়। ওই আংটি বাড়ি আব্দুর রউফের বলে তিনি জানান। পরে আওয়ালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।