যশোরে দালাল প্রতিরোধ অভিযানে রোগী কল্যাণ সমিতির সদস্য খলিল আহত

Share

যশোর অফিস
যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালাল প্রতিরোধ অভিযানে রোগী কল্যাণ সমিতির এক সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম খলিলুর রহমান খলিল।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি রোগী কল্যাণ সমিতি হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় চত্বর থেকে দালাল চক্র নির্মূলের উদ্যোগ নেয়। প্রতিদিনই দালালরা রোগীদের বিভিন্ন ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাচ্ছিল। এঅবস্থায় সমিতির সদস্যরা অভিযান শুরু করেন।
অভিযানের তৃতীয় দিনে সোমবার সকালে টিকিট কাউন্টারের সামনে কয়েকজন দালাল অবস্থান করছিল। এ সময় সমিতির সদস্য খলিলুর রহমান খলিল,হাবিবুল্লাহ ও ফজলু সেখানে উপস্থিত হলে ল্যাব জন ক্লিনিকের মালিক জেসমিন এসে খলিলকে অভিযুক্ত করেন। পরে তিনি তার ছেলে ঝিলকে খবর দিলে ঝিল সহযোগী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। এতে খলিল রক্তাক্ত জখম হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, “দালাল ঠেকানো এখন কঠিন হয়ে যাচ্ছে। জনস্বার্থে রোগী কল্যাণ সমিতি আমাদের সহযোগিতা করছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

Read more