যশোরের শার্শায় ধর্ষণচেষ্টা মামলার রহস্য উদ্ঘাটন,আসামি গ্রেফতার

Share

যশোর অফিস
যশোরের শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার মূল রহস্য উদ্ঘাটনসহ অভিযুক্ত মুবায়দুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত ৩টার দিকে শার্শার পাড়ের কায়বা গ্রামে বাড়ির পিছনে গিয়ে স্থানীয় এক নারীকে (৪৩) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মুবায়দুর। এঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ১৮ আগস্ট শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরপরই পুলিশ সুপার রওনক জাহান আসামি গ্রেফতারে নির্দেশনা দেন। এসআই গোরাচাঁদ দাশের নেতৃত্বে পুলিশি অভিযানে পাড়ের কায়বা এলাকা থেকে মুবায়দুরকে আটক করা হয়। তিনি পেশায় ড্রাইভার বলে জানা গেছে।
সোমবার (১৮ আগস্ট) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী
মো. মুবায়দুর রহমান (৩৫), শার্শা থানার পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্পের পাশের আতিয়ার রহমানের ছেলে। ‌সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Read more