যশোরে ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ ১ জন গ্রেফতার

Share

যশোর অফিস
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঝিকরগাছার কুন্দীপুর গ্রামে অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম (৪০)কে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে ঝিকরগাছা থানায় এজাহার দায়ের করেন। সোমবার (১৮ আগস্ট) আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।

Read more