যশোর অফিস
যশোরে বাবার রেখে যাওয়া ৬০ বিঘা পৈত্রিক জমি জাল দলিল করে দখল করে নিয়েছেন দুই ভাই। বোনেরা এখন ঘুরছেন দারে দারে। বাধ্য হয়ে তারা সম্মেলন করেছেন। আদালতে তারা এ বিষয়ে মামলা করেছেন।কিন্তু ভাইপো আদালতের সেই নথিও গায়েব করে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে। বর্তমানে ভাইপো শওকত প্রকাশ্যে হুমকি দিচ্ছেন,একটুও জমি দেব না, প্রয়োজনে লাশ ফেলব।”সোমবার দুপুর ১২টায় এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দুই বোন ।
সংবাদ সম্মেলনে যশোর সদর উপজেলার সীতারপুর গ্রামের রহিমা বেগম লিখিত বক্তব্যে বলেন, বাবা গোলাম শেখ ছিলেন সীতারামপুর, বালিয়াডাঙ্গা ও হামিদপুর মৌজায় বিশাল সম্পত্তির মালিক। বাবা গোলাম শেখ স্ত্রী, দুই ছেলে ও তিন কন্যা রেখে মৃত্যুবরণ করেন। রেখে যান প্রায় ৬০ বিঘা পৈত্রিক জমি। পরে জানতে পারেন, ১৯৮২ সালে দুই ভাই শেখ তবিবর রহমান ও শেখ আব্দুল্লাহ গোপনে জাল দলিল তৈরি করে জমি নিজেদের নামে লিখে নিয়েছেন। ১৯৯০ সালে তারা মা ও বোনদের বাদ দিয়ে নিজেদের নামে রেকর্ডও করে নেন। ফলে মা ও তিন বোন পুরোপুরি উত্তরাধিকার থেকে বঞ্চিত হন।
তিনি অভিযোগে বলেন, দুই ভাই মারা যাওয়ার আগে ওই সম্পত্তি ফেরত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বর্তমানে সম্পত্তির দাবি জানালেই ভাইপোরা হুমকি দেয়। এ বিষয়ে আদালতে মামলা করেও প্রতিকার পাননি তারা। মামলা করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ভাইপো শওকত প্রভাব খাটিয়ে আদালতের নথিপত্র গায়েব করে ফেলেন। পরে দুদক ও বিচার বিভাগের হস্তক্ষেপে নথি উদ্ধার হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামিদপুর মৌজার ১৪৭ শতক জমির ওপর একটি জলাশয় রয়েছে। সেই পুকুরটিও জাল ওয়ারিশ বানিয়ে গোপনে বিক্রির ষড়যন্ত্র করছে ভাইপো শওকতসহ অন্যরা। বাধ্য হয়ে তারা প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে তারা বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রহিমার ছেলে রাহাত আহমেদ রিংকু, বোন শহরবানু ও শহরবানুর মেয়ে নাসিমা বেগম।