যশোর অফিস
যশোরের উপশহর এলাকায় স্থায়ীভাবে জলবদ্ধতা নিরাশন, রাস্তা সংস্কার এবং অবৈধ জমি উচ্ছেদের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধর ও বিক্ষোভ মিছিল করেছে। আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে ই-ব্লক নাগরিক সুরক্ষা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব যশোরের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী ।
এসময় উপস্থিত ছিলেন, রকিব মোস্তফা, হাবিবুর রহমান বাবু, কামরুল গাজী ও শেখ কামাল প্রমুখ।