যশোরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজন আটক

Share

যশোর অফিস 
যশোরে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
কোতয়ালি থানার এসআই সবুজ বিশ্বাস জানান, গত ১৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোপদারপাড়া বারেক সড়কে অভিযান চালানো হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী হাফিজুল ইসলাম (২৬)কে আটক করা হয়। তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হাফিজুল ওই এলাকার তোরাব আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে,তার বিরুদ্ধে কোতয়ালি থানায় হত্যাসহ তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, চানপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুজ্জামান মিলন জানান, গত ১৬ আগস্ট দিবাগত রাত একটার দিকে নালিয়া গ্রামের একটি কাটুর্ন কারখানার সামনে অভিযান চালানো হয়। এসময় একজন পালিয়ে গেলেও শামীম সিদকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চানপাড়া গ্রামের মৃত হারুন সিকদারের ছেলে। পলাতক আসামির নাম আলম চৌধুরী (৪৫), তিনি সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত আকবর চৌধুরীর ছেলে।
ঘটনাস্থল থেকে ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় শামীম ও আলম চৌধুরীকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Read more