বিএসপির সাহিত্য  আড্ডা অনুষ্ঠিত

Share

যশোর অফিস 
কবিতা লেখার গল্প উপস্থাপনার মধ্যে দিয়ে শুরু হয় কবিতা আড্ডা। এক পর্যায়ে শুধু কবিতার মধ্যে নয়, গল্প, উপন্যাস, প্রবন্ধ লেখার শুরুর গল্পগুলো এগিয়ে এলো। তারপর শুরু হয় একের পর এক গল্পের আড্ডায়। অনেকই হারিয়ে যান শৈশব, কৌশর আর জীবন্ত কবিতার মধ্যে। বৃষ্টি আর রাতের তারার মাঝে এক পর্যায়ে শেষ হয় সান্ধ্যকালীন সাহিত্য আড্ডার। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় এ আড্ডায় অতিথি ছিলেন কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, ইঞ্জিনিয়ার কামাল হোসেন।
বিএসপির সভাপতি আহমেদ রাজু’র সভাপতিত্বে এবং গোলাম মোস্তফা মুন্নার উপস্থাপনায় আড্ডায় কবিতা লেখার গল্পগুলো তুলে ধরেন, এডিএম রতন,ডা. আহাদ আলী, সুরাইয়া শরীফ, ড. শাহনাজ পারভীন, রাশিদা আখতার লিলি, বকুল হক, মঞ্জুয়ারা সোনালী, শরীফ হোসেন, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান, অরুণ বর্মন, আমির হোসেন মিলন, রাজপথিক, নূরজাহান আরা নীতি, সঞ্জয় নন্দী, শহিদুজ্জামান মিলন প্রমুখ।

Read more