যশোর অফিস
বাড়িতে কেউ না থাকার সুবাদে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাড়িতে ঢুকে স্কুলছাত্রীর যৌন নিপীড়নের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে তুহিন মোড়ল (৩২) নামে এক যুবককে। তুহিন বসুন্দিয়া বিনিময় পাড়ার মালেক মোড়লের ছেলে।
ওই ছাত্রীর মা এজাহারে উল্লেখ করেছেন, তার মেয়ে এ বছর এসএসসি পাশ করেছে। আগে থেকে স্কুলে ও কোচিং এ যাতায়াতের পথে প্রায় সময় তুহিন তার মেয়েকে উত্যক্ত ও কুপ্রস্তাব দিতো। বিষয়টি তার মেয়ে তাকে এবং এলাকার লোকজনকে জানায়। এ বিষয়ে তুহিনকে নিষেধ করা হলেও সে কোন কর্নপাত করেনা। গত ১২ আগস্ট সন্ধ্যার পর তিনি তার স্বামী ও ছেলে বসুন্দিয়া বাজারে যান। বাড়িতে তার মেয়ে একা ছিলো। এই সুযোগে তুহিন ঘরের মধ্যে ঢুকে পেছন থেকে তার মেয়েকে জাপটে ধরে। তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। সে সময় তার মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তুহিন দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি বাড়িতে ফিরে ঘটনাটি শুনেন এবং থানায় মামলা করেন।
এ বিষয়ে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফজলুল হক জানিয়েছেন,আসামি আটকের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। আর ওই ছাত্রীকে আদালতে নেয়া হলে রোববার সে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে।