যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দরে বহির্গমন কার্ড প্রতারণার অভিযোগে চার প্রতারককে আটক করেছে ইমিগ্রেশন এপিবিএন সদস্যরা।
রোববার ১৭ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন চেকপোস্ট বাজারের ইউনুস মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বহির্গমন কার্ড সরবরাহ করছিলেন।
আটককৃতরা হলেন ভবেরবেড় গ্রামের মো. আতিকুর রহমান, বড়আচড়া গ্রামের মো.আলামিন শেখ, রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন এবং ভবেরবেড় গ্রামের রুবেল হোসেন। চারজনই যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ইমিগ্রেশন এপিবিএন কর্তৃপক্ষ আটককৃতদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।